গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
অধ্যক্ষের কার্যালয়
ফরিদপুর সরকারি কলেজ, ফরিদপুর
পোষ্ট কোড - ৭৮০০
জেলা কোড - ২৬, উপজেলা কোড-২১০
EIIN NO - 132785
কলেজ কোড (ঢাকা শিক্ষা বোর্ড)- ৫১৩৮
কলেজ কোড (শিক্ষা মন্ত্রণালয়) - ০৭০৮
ফোন- 01309132785
ইমেল: faridpurgovtcollege@gmail.com, info.faridpurgovtcollege.edu.bd
ওয়েব: www.faridpurgovtcollege.edu.bd
কলেজ পরিচিতি
ফরিদপুর সরকারি কলেজের যাত্রা শুরু হয় গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট সমূহের বিভিন্ন দাপ্তরিক তথ্য মতে আমেরিকান শিক্ষানুরাগী “ওটিসকপি ”এর প্রচেষ্টাতে বিভিন্ন অফিস ও ব্যবসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষে ১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশ মোতাবেক ১৯৬৫ খ্রি. থেকে ১৯৬৭ খ্রি. মার্কিন যুক্তরাষ্ট্রের USAIDএর আর্থিক সহায়তায় ১৬টি জেলায় ১৬টি কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৬৫ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে একীভূত করে গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করে।
১৯৮৪ সালের জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশ মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে এ প্রোগ্রামকে স্বতন্ত্র ক্যাম্পাসে পৃথকীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। যার ফলশ্রæতিতে ১৯৮৪ সালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আলাদা হয়ে শহরের ঝিলটুলীতে ভাড়া বাসায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে রাজেন্দ্র কলেজের শহরস্থ্য ক্যাম্পাসের নিকটবর্তী শিশু একাডেমীর অডেটরিয়ামে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ২০০০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্যাসালিটিজ বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠাটির নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
১২ মে ২০১৬ খ্রি. তারিখে বর্তমান শিক্ষা বান্ধব সরকার দেশের ১৬টি কমার্শিয়াল ইনস্টিটিউট কে সাধারণ কলেজে রুপান্তর করে প্রজ্ঞাপন জারী করে। মূলত সেখান থেকেই ফরিদপুর গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট হয়ে যায় ফরিদপুর সরকারি কলেজ। এটি একটি উচ্চ মাধ্যমিক কলেজ। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়।
বিজ্ঞান বিভাগের পঠিত বিষয় সমূহ:
(ক) পদার্থ (খ) রসায়ন (গ) জীববিজ্ঞান (ঘ) গণিত/ভূগোল/পরিসংখ্যান।
মানবিক বিভাগের পঠিত বিষয় সমূহ:
(ক) অর্থনীতি (খ) যুক্তি বিদ্যা (গ) ভূগোল (ঘ) পৌরনীতি ও সুশাসন (ঙ) ইতিহাস (চ) সমাজ বিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগের পঠিত বিষয় সমূহ:
(ক) হিসাববিজ্ঞান (খ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্খাপনা (গ)উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন (ঘ) ফিন্যান্স ও ব্যাংকিং/ভূগোল/পরিসংখ্যান।USAID